মিছে আশা- ভালোবাসা,মিছে পাগলামি;
ভাই বোন, পিতা মাতা, মিছে সব শ্রেণী!
জীব আমি, জীবন আমি, পরজীবী নই;
মিছে কেন অপরের কর্তা হয়ে রই!
নেতা যারা অভিনয়ে, অন্তরে মিছে গোনে;
লক্ষণ প্রকাশে ও, অন্ধ সেজে রই!
সত্য কে সত্য বলি, মিথ্যা কে নই!!
মিথ্যে কে মিথ্যে বলব, আর হবনা ক্ষমা প্রিয়;
আপণ যত হোক মোর, আপণ নয় ওরা কারো!
মিষ্টি মুখে বিষে ভরা, মানুষ নামের পশু যারা;
স্বর্পের চেয়ে জঘন্য, মুক্তি পাবে কেমনে তারা!
দ'দিনের কারাগারে, পরজীবী দের রাজ;
মুক্তমনা, স্বাধীনচেতা, নই যে তাঁরা নিয়ন্ত্রণকর্তা;
খাবে এরা একদিন এমন ধরা; কালকে না হয় আজ!